এআই দৌড়ে কি চুপিসারেই এগিয়ে যাচ্ছে চীন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫২

বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে এক তীব্র লড়াই চলছে। এই দৌড়ে আমেরিকা এগিয়ে থাকলেও ২০২৫ সালের চিত্র কিছুটা ভিন্ন। এখন নিজেদের সেবাকে আরও উন্নত ও সাশ্রয়ী করতে চীনের তৈরি এআই মডেল ব্যবহার করছে বড় বড় মার্কিন কোম্পানি।


বিবিসি লিখেছে, প্রতি মাসে নতুন সব স্টাইলের খোঁজে পিন্টারেস্টে ভিড় করেন কোটি কোটি মানুষ। অ্যাপটিতে ‘সবচেয়ে অদ্ভুত সব কাণ্ড’ শিরোনামের এক পেইজ রয়েছে, যা সৃজনশীল মানুষদের নতুন কিছু ভাবার খোরাক যোগায়।


ওই পেইজে দেখা যায়, ফুলের টব হিসেবে ব্যবহৃত রাবারের জুতা, চিজবার্গারের আকৃতির আইশ্যাডো বা সবজি দিয়ে বানানো চমৎকার সব ঘর। তবে সাধারণ ব্যবহারকারীরা হয়ত জানেন না, এর পেছনের প্রযুক্তিটি আমেরিকার তৈরি নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও