এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘লিডিং দ্য চেঞ্জ’ স্লোগানে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন বিভাগীয় ও জোনাল প্রধানসহ সারা দেশের শাখা ও উপশাখার প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে ২০২৫ সালের ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের সম্ভাবনা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা এবং কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।