একুশে বইমেলা পেছাতে চান প্রকাশকেরা
অমর একুশে বইমেলা পিছিয়ে নির্বাচনের পর ২০ ফেব্রুয়ারি থেকে শুরু করার যে সিদ্ধান্ত বাংলা একাডেমি নিয়েছে, তা আরো পিছিয়ে রোজার ঈদের পর করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
গত ১৯ জানুয়ারি ২৬২ জন প্রকাশক সমিতির সভাপতি বরাবর এক চিঠিতে বইমেলার সময় পুনর্নির্ধারণের আবেদন করে।
তার সূত্র ধরে শনিবার প্রকাশকদের প্রস্তাব বাংলা একাডেমির মহাপরিচালকের মাধ্যমে সংস্কৃতি উপদেষ্টার কাছে পাঠিয়েছে সমিতি।
তবে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি বলছে, প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে নিয়েই তারা গত ১৭ ডিসেম্বরের সভায় ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী বইমেলা আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে।
ইতোমধ্যে পাঁচ শতাধিক প্রকাশনা ও অন্যান্য প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে আবেদন করেছে। অন্তত ২৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা বলছেন মেলার আয়োজন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব এবং বাংলা একাডেমির সচিব সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার যে তারিখ ঘোষণা করা হয়েছে, সেই নির্ধারিত তারিখেই মেলা শুরু করার ব্যাপারে আমাদের দিক থেকে প্রস্তুতি চলমান আছে।”