সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮

আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে কেন অভিযুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 


এক রিটের শুনানিতে আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


'কৃষক শ্রমিক জনতা পার্টি' নামে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন নিষ্পত্তির বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ রিট আবেদন করেন।


আইনজীবী ইউনুস আলী দ্য ডেইলি স্টারকে বলেন, আমার করা এক রিট আবেদনের পর ২০২৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট সিইসিকে ৩০ দিনের মধ্যে 'কৃষক শ্রমিক জনতা পার্টি'কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্তু সিইসি ওই আদেশ পালন করেননি, যা আদালত অবমাননার শামিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও