গুগল ফটোস-এর নতুন ফিচারে নিজেকে নিয়ে নিজেই বানান মিম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪০

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বড় বড় প্রযুক্তি কোম্পানি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার মিম জেনারেটর উন্মোচন করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।


‘মি মিম’ নামে ‘গুগল ফটোস’-এ নতুন ফিচার এনেছে কোম্পানিটি। যার মাধ্যমে ব্যবহারকারী নিজের কৃত্রিম বা সিন্থেটিক সংস্করণ ব্যবহার করে ব্যক্তিগত মিম তৈরি করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।


‘মি মিম’কে ‘আপনার বিভিন্ন ছবি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ারের মতো কনটেন্ট তৈরির একটি সহজ মাধ্যম’ হিসেবে বর্ণনা করেছে গুগল।


এ ফিচারে অনেক ধরনের টেমপ্লেট থেকে পছন্দমতো একটি বেছে নিতে বা চাইলে ‘নিজের পছন্দের কোনো মজার ছবি’ আপলোড করেও মিম তৈরি করতে পারেন ব্যবহারকারী। তবে ফিচারটি এখনও সবার জন্য চালু হয়নি। ফলে অনেকে ফিচারটি এখন না-ও পেতে পারেন।


গুগলের একজন প্রতিনিধি টেকক্রাঞ্চ’কে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য আসবে ফিচারটি।


চালু হলে ‘গুগল ফটোস’ অ্যাপের নিচে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করে ‘মি মিম’ ফিচারে গিয়ে তা ব্যবহার করা যাবে। এরপর একটি টেমপ্লেট বেছে নিয়ে একটি রেফারেন্স ছবি দিতে হবে। তৈরি ছবির ফলাফল পছন্দ না হলেও পুনরায় নতুন করে মিম তৈরির সুযোগ থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও