শীতে চোখের সমস্যায় কখন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮

শীত এলেই অনেকেই চোখের নানা অস্বস্তিতে ভোগেন। চোখে শুষ্কতা, জ্বালাপোড়া, চুলকানি, লালচে ভাব কিংবা পানি পড়া এই সমস্যাগুলো যেন শীতের নিত্যসঙ্গী। অনেকে এসব উপসর্গকে সাময়িক ভেবে ঘরোয়া উপায়ে কাটিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কিছু লক্ষণ অবহেলা করলে চোখের স্থায়ী ক্ষতির ঝুঁকিও তৈরি হতে পারে।


জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. যাকিয়া সুলতানা নীলা জানান, শীতকালে চোখের সমস্যাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি।


চক্ষু বিশেষজ্ঞদের মতে, নিচের উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি-


চোখে তীব্র ব্যথা বা জ্বালাপোড়া: হালকা অস্বস্তি সাধারণ হলেও যদি ব্যথা ক্রমেই বাড়তে থাকে, তাহলে তা কর্নিয়া সংক্রমণ বা অন্য কোনো গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে।


চোখ লাল হয়ে যাওয়া ও সঙ্গে ব্যথা: শীতের সময় অনেকের চোখ লাল হয়। তবে লালচে ভাবের সঙ্গে যদি ব্যথা, আলোতে তাকাতে কষ্ট বা পানি পড়া শুরু হয়, তাহলে তা কনজাংটিভাইটিস বা ইউভাইটিসের লক্ষণ হতে পারে।


হঠাৎ ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া: চোখে শুষ্কতার কারণে সাময়িক ঝাপসা দেখা স্বাভাবিক হতে পারে। কিন্তু যদি দৃষ্টিশক্তি হঠাৎ কমে যায় বা দীর্ঘ সময় ঝাপসা থাকে, তাহলে তা মারাত্মক সমস্যার পূর্বাভাস হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও