মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

ডেইলি স্টার আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২১

যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানের মধ্যে মিনিয়াপোলিস শহরে ফেডারেল এজেন্টরা আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 


এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে শহর থেকে ভারী অস্ত্রধারী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি উঠছে নতুন করে। আল জাজিরার খবরে এমনটি জানানো হয়েছে।


মিনিয়াপোলিস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ও'হারা সাংবাদিকদের জানান, এক ৩৭ বছর বয়সী ব্যক্তি একাধিকবার গুলিবিদ্ধ হয়ে শনিবার হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তি মিনিয়াপোলিসের বাসিন্দা এবং একজন মার্কিন নাগরিক ছিলেন বলেও তিনি জানান।
 
নিহত ব্যক্তির বাবা–মা তার পরিচয় নিশ্চিত করে জানান, তার নাম আলেক্স প্রেটি এবং তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) নার্স ছিলেন।


গত কয়েক সপ্তাহ ধরে মিনিয়াপোলিসে অভিবাসন আইন প্রয়োগকারী ও অন্যান্য ফেডারেল এজেন্ট মোতায়েন রয়েছে এবং ট্রাম্পের অভিবাসনবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যেই এমন গুলির ঘটনা ঘটল।


এর আগে গত ৭ জানুয়ারি ৩৭ বছর বয়সী রেনি গুড নামে এক নারী গুলিতে নিহত হন। এরপর থেকেই মিনিয়াপোলিসে প্রতিদিন ব্যাপক বিক্ষোভ চলছে। ওই ঘটনায় একজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তা তার গাড়ির দিকে গুলি চালালে তিনি নিহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও