অস্টিনে টেসলার চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:১২
যুক্তরাষ্ট্রের অস্টিনে কোনো মানুষের সাহায্য ছাড়াই এখন যাত্রীদের রোবোট্যাক্সি সেবা দিচ্ছে মার্কিন ইভি নির্মাতা টেসলা। গাড়ির সামনের সিটে কোনো নিরাপত্তা চালক বা ড্রাইভার ছাড়াই এসব গাড়ি চলছে।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে কোম্পানিটির সিইও ইলন মাস্ক লিখেছেন, “অস্টিনে কোনো সেইফটি মনিটর বা চালক ছাড়াই টেসলার রোবোট্যাক্সি রাইড শুরু হয়েছে। এজন্য টেসলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টিমকে অভিনন্দন!”
পাশাপাশি ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা ‘বাস্তব জগতের এআই নিয়ে কাজ করতে আগ্রহী’ তাদের টেসলা এআই টিমে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন মাস্ক। তার মতে, এ প্রযুক্তিই ভবিষ্যতে ‘এজিআই বা মানুষের মতো বুদ্ধিমান এআই তৈরির পথে এগিয়ে নিয়ে যাবে’।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রোবোট্যাক্সি