বাবা-মায়ের সঙ্গে অনিরাপদ সম্পর্ক প্রভাব ফেলে রোমান্টিক সম্পর্কে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০৯

জন্মের পর মায়ের সঙ্গে অনিরাপদ মানসিক সম্পর্ক পরবর্তী জীবনে রোমান্টিক সম্পর্কে কি কোনো প্রভাব ফেলতে পারে? উত্তর হচ্ছে, হ্যাঁ। প্রশ্ন হলো, অ্যাটাচমেন্ট কী? একে বাংলায় সংযোগ বলতে পারি। অ্যাটাচমেন্ট মানে গভীর, স্থায়ী ইমোশনাল বা আবেগীয় যোগাযোগ; যার দ্বারা একজন মানুষ আরেকজনের সঙ্গে সংযুক্তি অনুভব করে। এটা নিয়ে ব্রিটিশ সাইকো-অ্যানালিস্ট জন বোলবি অ্যাটাচমেন্ট থিওরি বা সংযুক্তি তত্ত্ব নামক একটি বৈজ্ঞানিক গবেষণামূলক তত্ত্ব প্রদান করেন ১৯৫০ সালে। তিনি বলেন, জীবনের প্রথম ছয় মাসে শিশুদের একজন প্রাথমিক সেবাদানকারীর সঙ্গে ঘনিষ্ঠ ইমোশনাল বা আবেগীয় সম্পর্ক তৈরি হওয়া প্রয়োজন। মা-বাবা কিংবা যে কেউ হতে পারেন এই প্রাথমিক সেবাদানকারী। শিশুটির স্বাভাবিক সামাজিক ও আবেগীয় বিকাশে এই প্রাথমিক সেবাদানকারীর সঙ্গে সম্পর্কটি সারা জীবনের সম্পর্কের ছাঁচ হিসেবে বিবেচিত হবে।


কী হয়


যখন একটি শিশু দৃঢ় আবেগীয় বন্ধনে বাবা-মায়ের সঙ্গে যুক্ত থাকে, তখন সেটা শিশুর মনে একটি নিরাপদ বা সিকিউর অ্যাটাচমেন্ট তৈরি করে। শিশুটি জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে। কিন্তু একটি শিশুর যদি দুর্বল আবেগীয় সম্পর্ক থাকে বাবা-মায়ের সঙ্গে, তবে সেটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট বা অনিরাপদ সংযুক্তি তৈরি করে। এই শিশুটি অসহায়, ভয় এবং নেতিবাচক মাইন্ডসেটে বা মানসিকতায় সারাজীবন পার করবে। জন বোলবি বলছেন, ‘একটি শিশুকে যখন আলাদা করা হচ্ছে মা-বাবা থেকে, তখন শিশুটি তার প্রতিক্রিয়া প্রকাশ করে নির্দিষ্ট কিছু আচরণ; যেমন কান্না, আঁকড়ে ধরা, খুঁজতে থাকা ইত্যাদি দ্বারা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও