বিচ্ছেদ উদ্‌যাপনের নতুন ধারা ‘ডিভোর্স রিং’

প্রথম আলো প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০৮

আমাদের সমাজে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদকে নেতিবাচকভাবে দেখা হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে তা যেন বড় চাপের কারণ হয়ে দাঁড়ায়। আত্মীয়স্বজনের কৌতূহলী দৃষ্টি, পাড়াপ্রতিবেশীর ফিসফাস, এমনকি নিজের পরিবারও অনেক সময় বিবাহবিচ্ছেদকে যন্ত্রণাদায়ক করে তোলে। এই বাস্তবতায় দাঁড়িয়ে সম্পর্ক ভাঙার পর উদ্‌যাপনের ব্যাপারটা একটু অদ্ভুতই লাগার কথা। কিন্তু বিশ্বের নানা প্রান্তে, এমনকি ধীরে ধীরে আমাদের সমাজেও নারীদের একটি অংশ এই ভাঙনকে দেখছেন নতুন জীবনের শুরু হিসেবে। সেই বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির প্রতীক হয়ে উঠছে ‘ডিভোর্স রিং’।


পশ্চিমা দুনিয়ায় আলোচিত এই প্রবণতার কথা তুলে ধরেছে ব্রিটিশ সাময়িকী ‘ভোগ’। ডিভোর্স রিং দেখতে অনেকটা বিয়ের বা এনগেজমেন্ট আংটির মতো ধাতব, ঝকঝকে, কখনো রত্নখচিত হলেও এর অর্থ একেবারেই ভিন্ন। এই আংটি হাতের আঙুলে পরার অর্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার দৃঢ়তা দেখানো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও