মেঘদলের ২৩ বছর, আসছে নতুন গান

প্রথম আলো প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:০৬

২২ জানুয়ারি পথচলার ২৩ বছর পার করেছে ব্যান্ড ‘মেঘদল’। এ উপলক্ষে বিশেষ একক কনসার্টের ঘোষণা দিয়েছে গানের দলটি। এ ছাড়া তিনটি নতুন গানও আনছে তারা। এ নতুন তিন গানে সম্পূর্ণ হবে মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’।


‘কার্নিভ্যাল’, ‘বাঘ’ এবং ‘তারে কোথায় খুঁজে পাই’ শিরোনামের তিনটি গান প্রকাশ পাবে পর্যায়ক্রমে। রেকর্ডিং শেষে এখন ভিডিও চিত্রের কাজ চলছে বলে জানান মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল। প্রথম আলোকে তিনি বলেন, ‘তেইশ বছর পূর্তি উপলক্ষে যে এ তিনটি গান আসছে তা নয়: আবার এটাও বলা যায়, এটি একটি উপলক্ষ।


এর মাধ্যমে অ্যালবামটি শেষ হবে। এখানের ‘‘কার্নিভ্যাল’’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছি আমি, কথা ও সুরও আমার। আর ‘‘বাঘ’’ ও ‘‘তারে কোথায় খুঁজে পাই’’ গানের কথা, সুর ও গেয়েছে সুমন (মেজবাউর রহমান)। সবার আগে ‘‘বাঘ’’ প্রকাশ পাবে। এরপর বাকি দুটি।’


২৩ বছর পূর্তির আয়োজন নিয়ে শিবু বলেন, ‘২০ বছর পূর্তি উদ্‌যাপন করেছিলাম। ২৩ বছর নিয়ে বড় পরিসরে কিছু না হলেও একটি বিশেষ কনসার্টের পরিকল্পনা আছে ঈদের পর। তবে পরের বছর দুই যুগ পূর্তিতে একটি লাইভ অ্যালবামের পরিকল্পনা আছে। শিগগির কাজ শুরু হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও