তিস্তাসহ মরা নদীগুলোর জীবন ফেরাতে চাই: শফিকুর রহমান
দশ দলীয় জোট সরকার গঠন করলে তিস্তাসহ উত্তরের নদীগুলোর প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, “মহান আল্লাহর ওপর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি—উত্তরবঙ্গের মানুষের নয় শুধু, বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা দোয়া সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি; তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলোর উপর।
“নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ।”
শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়িতে এস এম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শফিকুর।
তিনি বলেন, “প্রিয় গাইবান্ধাবাসী, এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলো বয়ে গিয়েছে—এগুলো আল্লাহ তায়ালার রহমত নিয়ামত; কিন্তু এই নিয়ামতগুলোকে অতীতের ৫৪ বছরের সরকারগুলো সংরক্ষণ করেনি। এক সময় যে নদী দিয়ে জাহাজ চলত, এই নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না।
“গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম নিচের দিকে চেয়ে চেয়ে দেখলাম আর আস্তে আস্তে চোখের কোনায় পানি জমে গেল। নদীর পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি কঙ্কাল হয়ে পড়ে আছে।”