নরসিংদীতে বড় পরিসরে পুনর্নির্মাণ হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল

ঢাকা পোষ্ট রায়পুরা (নরসিংদী) প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫১

নরসিংদীতে মহাসড়ক উন্নতকরণে অপসারণকৃত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালের পুণর্নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 


শুক্রবার (২৩ জানুয়ারি) রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকতা মো. মাসুদ রানা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এর আগে গত ২০ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি অপসারণ করা হয়েছে। 


বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পরিবারের অনুমতি ক্রমেই এই ম্যুরালটি সড়ানো হয় বলে জানা যায়। শুধু তাই নয় সড়ক সংস্কারের জন্য নির্ধারিত জায়গার পর মহাসড়কের পাশেই পূর্ব থেকে আরও বড় পরিসরে এই ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থেই ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় নেই। আগের নকশা ও কাঠামো অনুসরণ করে ম্যুরালটি পুনরায় নির্মাণ করা হবে এবং আগের চেয়ে আরো বড় আকারে ৩০ ফুট বাই ৩০ ফুট করা হবে। আগে ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট। যাতে করে দূর থেকে ম্যুরালটি আরো ভালোভাবে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও