২০২৬ সালে ইউটিউবে আসছে আরও উন্নত এআই ফিচার
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট নিয়ে ব্যবহারকারীদের মতো বেশ সতর্ক ইউটিউবও। এজন্য ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে আরও বেশি উন্নতমানের এআই কনটেন্ট আনার কথা বলেছেন ইউটিউব প্রধান।
কোম্পানিটির ২০২৬ সালের পরিকল্পনা নিয়ে লেখা এক দীর্ঘ ব্লগে প্লাটফর্মটির সিইও নিল মোহান বলেছেন, এ নতুন ‘সৃজনশীল দিগন্তকে’ সাদরে গ্রহণ করছে কোম্পানিটি। যার অংশ হিসেবে খুব শিগগিরই নিজেদের এআই সংস্করণ ব্যবহার করে সহজেই শর্টস ভিডিও তৈরি করতে পারবেন নির্মাতারা।
ফিচারটি চালু হলে ঠিক কীভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি মোহান। তবে তিনি ইন্টারনেটে ছড়িয়ে পড়া ক্ষতিকর ডিপফেইক সমস্যার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
মোহান বলেছেন, ‘নো ফেইকস অ্যাক্ট’-এর মতো নতুন বিভিন্ন আইনকে সমর্থন করেছে ইউটিউব। নিজেদের নির্মাতাদের সুরক্ষায় বিশেষ এক প্রযুক্তি ব্যবহার করছে তারা, যা নতুন আপলোড হওয়া বিভিন্ন ভিডিও স্ক্যান করে দেখবে কেউ অনুমতি ছাড়া অন্য কোনো নির্মাতার কনটেন্ট ব্যবহার করছে কি না।
ব্লগ পোস্টে আরও কিছু নতুন এআই ফিচারের কথা বলেছেন মোহান, যেগুলো মোটেও নিম্নমানের নয়। যার মধ্যে একটি ‘প্লেএবলস’ প্ল্যাটফর্ম, যা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।