আপনি একাকিত্বে ভুগছেন, পরিবারকে জানাবে অ্যাপ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ২৩:০৪

কর্মসূত্রে আজ বহু মানুষই বাড়ি থেকে অনেক দূরে একা জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। কেউ ভিনরাজ্যে, কেউ আবার বিদেশে। পড়াশোনার প্রয়োজনে অনেকেই অল্প বয়সেই পরিবার ছেড়ে অন্য শহরে পাড়ি দেন। আবার বহু ক্ষেত্রে দেখা যায়, বাড়িতে একা থাকেন প্রবীণ বাবা-মা। একাকি এই জীবনযাপন সহজ নয়। যারা একা থাকেন, তাদের লড়াইটা অনেকটাই নীরব নিজেদের সমস্যার মুখোমুখি নিজেরাই হতে হয়, মানিয়ে নিতে হয় নানা কঠিন পরিস্থিতির সঙ্গে। সেখানে সবসময় পরিবার বা বন্ধুবান্ধবের সহায়তার হাত পাওয়া যায় না।


এমনও ঘটনা বহুবার ঘটেছে, একাকি বসবাসকারী কেউ অসুস্থ হয়ে পড়লেও বা বিপদে পড়লেও তা পরিবারের সদস্য কিংবা কাছের মানুষ কিছুই জানতে পারেন না। কখনো কখনো সেই অবহেলার পরিণতি হয়ে ওঠে ভয়ংকর। এই বাস্তবতাকে সামনে রেখেই এক অভিনব সমাধান নিয়ে হাজির হয়েছে অ্যাপল। একটি বিশেষ অ্যাপ নিয়ে এসেছে কোম্পানি, যার নাম ‘সাইলিমি (Sileme)’। চীনা এই শব্দের অর্থ দাঁড়ায় ‘আর ইউ ডেড?’ বা ‘আপনি কি মারা গেছেন?’


নামটি যতটা চমকপ্রদ, অ্যাপটির ভাবনাও ততটাই বাস্তবভিত্তিক। মূলত যারা একা থাকেন তাদের নিরাপত্তা ও খোঁজখবর রাখার লক্ষ্যেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি খুললেই চোখে পড়ে একটি বড় সবুজ বৃত্ত। নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারীকে সেই বৃত্তে ট্যাপ করতে হয়, যা বোঝায় তিনি নিরাপদ আছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে।


সংস্থা সূত্রে জানা গেছে, যদি কোনো ব্যবহারকারী টানা দুই দিন এই অ্যাপে চেক-ইন না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা পাঠানো হবে তার ঘনিষ্ঠদের কাছে। বার্তায় জানানো হবে, ওই ব্যক্তি হয়তো কোনো সমস্যায় পড়েছেন বা সহায়তার প্রয়োজন রয়েছে। ফলে সময়মতো খোঁজ নেওয়া বা সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও