আফগান যুদ্ধে নেটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যে নিন্দার ঝড়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ২২:৫২

আফগানিস্তানে পশ্চিমা সামরিক জোট নেটোর সেনারা যুদ্ধের সম্মুখসারি থেকে দূরে থেকেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।


তার এই মন্তব্যে যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধফেরত সেনাদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উঠেছে নিন্দার ঝড়।


বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নেটোর ভূমিকা নিয়ে ওই মন্তব্য করেন। তিনি এও বলেন, ‘প্রয়োজন হলে’ নেটো যে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে সে বিষয়ে তিনি ‘নিশ্চিত নন’।


ট্রাম্পের কথায়, “তারা (নেটো) বলবে তারা আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল। পাঠিয়েছিল ঠিকই, কিন্তু তারা একটু পেছনে ছিল, সামনের সারি (ফ্রন্টলাইন) থেকে দূরে।”


তার এই কথার প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, “যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে যুদ্ধে ব্রিটিশ বাহিনীসহ নেটো সেনাদের ভূমিকাকে খাটো করে দেখিয়ে ট্রাম্প ভুল করছেন।


যুক্তরাজ্যের কনজারভেটিভ নেতা কেমি বাদেনোচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে ‘মর্যাদাহানিকর’ আখ্যা দেন। তিনি বলেন, “এ ধরনের অযাচিত মন্তব্য আমাদের করা উচিত না, যা আদতে নেটো মিত্রদের মধ্যে শক্তিশালী সম্পর্কের বাঁধ আলগা করে দেয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও