বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার কেউ নেই: মির্জা ফখরুল
বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টোহরি বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনে তিনি এদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
ফখরুল বলেন, 'আমার বয়স ৭৮। এই ৭৮ বছর বয়সেও আমি মনের দিক থেকে তরুণ আছি এবং আমি বিশ্বাস করি, এই বয়সেও অনেক কাজ করতে পারবো।'
সুযোগ পেলে তার নির্বাচনী এলাকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ফখরুল।
বলেন, '১৯৯১ সাল থেকে এই আসনে অনেকবার নির্বাচন করেছি আমি। কখনো হেরেছি, কখনো জিতেছি। হারলেও আপনাদের ছেড়ে যাইনি।'
জামায়াতে ইসলামীর প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব আরও বলেন, 'তারা কোনোদিন ক্ষমতায় যায়নি। ফলে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয় তারা জানে না। বিএনপি অতীতে ক্ষমতায় ছিল এবং কাজ করার অভিজ্ঞতা আছে। তাই এলাকার উন্নয়ন করতে হলে আমাদের সমর্থন দিতে হবে। আর এই উন্নয়ন বিএনপি ছাড়া সম্ভব নয়।'