যুক্তরাষ্ট্রে পাঁচ বছর বয়সী শিশুকে আটক করে নিয়ে গেলেন আইসিই সদস্যরা

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩২

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের কলাম্বিয়া হাইটস শহর থেকে কমপক্ষে চারটি শিশুকে আটক করেছে অভিবাসন আইন প্রয়োগকারী বাহিনী (আইসিই যা আইস নামে পরিচিত)। এর মধ্যে একটি শিশুর বয়স পাঁচ বছর। স্থানীয় একটি স্কুলের কর্মকর্তা এবং ওই শিশুদের পরিবারের আইনজীবী এমন তথ্য দিয়েছেন।


এই পাঁচ বছরের শিশুটিকে আটকের বিষয়ে সরকারের পক্ষ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দেওয়া ব্যাখ্যাটিকে চ্যালেঞ্জ করেছেন আইনজীবী।


লিয়াম কোনেহো রামোস নামের পাঁচ বছর বয়সী ওই শিশুর পরিবারের আইনজীবী মার্ক প্রোকশ বলেন, লিয়াম ও তার বাবা ইকুয়েডরের নাগরিক। দুজনই যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদনকারী হিসেবে দেশটিতে বৈধভাবে ছিলেন। তাঁদের দুজনকেই টেক্সাসের ডিলিতে একটি পারিবারিক আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও