অর্থনীতি, জ্বালানি, প্রতিরক্ষা, কোথায় কোথায় যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের নির্ভরশীলতা

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

ইউরোপ—এই মহাদেশ একসময় বিশ্ব শাসন করলেও কালের বিবর্তনে সেই জায়গা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের মার্কিনদের আদি নিবাস মূলত ইউরোপেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের কয়েক শতকের কর্তৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে যায়।


এর পর থেকে পৃথিবীর সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য। যত দিন সোভিয়েত ইউনিয়ন ছিল, তত দিন তাদের প্রতিপক্ষ ছিল। সোভিয়েত পতনের পর সেই বাস্তবতাও নেই। পৃথিবী ক্রমে এককেন্দ্রিক হয়ে ওঠে। যদিও সম্প্রতি গত কয়েক বছরে চীনের উত্থান এবং রাশিয়ার পুনরুত্থানে বিষয়গুলো অনেক জটিল হয়ে গেছে।


গত কয়েক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের নির্ভরশীলতা কেবল বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিলেও ইউরোপ একরকম মুখ বুজে আছে। যদিও গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করার জেরে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর শুল্ক আরোপের যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছিলেন, সেখান থেকে সরে এসেছেন। ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও