আমরা মানুষকে কেনার চিন্তা করি না, সম্মান দেখাই: জামায়াত আমির

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৪১

জামায়াতে ইসলামীর ওপর আরোপিত ভোটারদের আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার পঞ্চগড়ের উদ্দেশে রওনা হওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ভোটারদের আইডি বা বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতের আমির বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা মানুষকে কেনার চিন্তা করি না, বরং মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরা মানুষকে ১০ টাকা কেজির কার্ডের মতো লোভ দেখাচ্ছে বা ফ্ল্যাট দেওয়ার মিথ্যা আশা দিচ্ছে, তারা এখন নিজেদের দোষ আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। এআই প্রযুক্তির মাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে কি না তাও দেখতে হবে।


শফিকুর রহমান বলেন, আমাদের প্রথম বার্তা হচ্ছে—দেশের স্বার্থে একটা জায়গায় সকলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত। দ্বিতীয়ত, পরস্পরকে আঘাত না করে যার যার নিজস্ব কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট ও ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, আমাদের সকলেরই তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও