বিয়ের আগে যাদের জন্মনিয়ন্ত্রণ পিল খেতে হয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৭

‘বিয়ের আগে জন্মনিয়ন্ত্রণ পিল’ শুনলেই অনেকের মনে প্রশ্ন, দ্বিধা কিংবা অস্বস্তি তৈরি হয়। আমাদের সমাজে এখনো এটি মূলত বিয়ের পরের একটি বিষয় হিসেবেই ভাবা হয়। কিন্তু বাস্তবতা হলো, কিছু নারীর ক্ষেত্রে বিয়ের অনেক আগেই শারীরিক জটিলতা, হরমোনের ভারসাম্যহীনতা বা নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ জরুরি হয়ে ওঠে। বিষয়টি গোপনীয়তা, ভয় কিংবা ভুল ধারণার আড়ালে পড়ে গেলেও এর সঙ্গে নৈতিকতা নয়, জড়িয়ে আছে সরাসরি নারীর স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপন।


অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত রক্তক্ষরণ, তীব্র ব্যথা কিংবা হরমোনজনিত সমস্যার সমাধান হিসেবে বিয়ের আগেই জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহারের প্রয়োজন হতে পারে। তবে সঠিক তথ্যের অভাবে অনেকেই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হন, আবার কেউ কেউ অযথা দুশ্চিন্তায় ভোগেন ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে। এই প্রেক্ষাপটে বিয়ের আগে যাদের জন্মনিয়ন্ত্রণ পিল খেতে হয় তাদের জন্য বাস্তবভিত্তিক, চিকিৎসা–সমর্থিত তথ্য জানা এখন সময়ের দাবি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক রেজাউল করিম কাজল।


অধ্যাপক রেজাউল করিম কাজল বলেন, জন্মনিয়ন্ত্রণ পিল মানেই শুধুমাত্র গর্ভধারণ রোধ করা। বাস্তবে এটি সম্পূর্ণ সত্য নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে জন্মনিয়ন্ত্রণ পিলকে বিভিন্ন হরমোনজনিত সমস্যার চিকিৎসা হিসেবেও ব্যবহার করা হয়। বিয়ের আগে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াকে সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, বরং চিকিৎসার প্রয়োজনীয়তা হিসেবে দেখা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও