ফ্যাটি লিভারের কারণে লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ে কি?
লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়াকে সহজ ভাষায় ফ্যাটি লিভার বলা হয়। চিকিৎসাবিজ্ঞানে এটিকে মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিটোটিক লিভার ডিজিজ বলা হয়। আমাদের দৈনন্দিন জীবনযাপনের কিছু অভ্যাস এই রোগের ঝুঁকি বাড়ায়।
ফ্যাটি লিভারে লিভারের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয় এবং ধীরে ধীরে লিভারের কোষে প্রদাহ ও ক্ষতি শুরু হয়।
তাই প্রশ্ন আসে— ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে?
অনেকের ফ্যাটি লিভার শনাক্ত হয় নিয়মিত পরীক্ষার মাধ্যমে। অতিরিক্ত জাংক ফুড খাওয়া, অনেক সময় শারীরিক কার্যকলাপ না করা; এসব কারণে লিভারে চর্বি জমতে থাকে। তাই ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে।
চিকিৎসকের মতে, যাদের ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ আছে, তাদের ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি।
এ ছাড়া রেড মিট, চিজ ইত্যাদি অতিরিক্ত খেলে এই সমস্যার সম্ভাবনা বাড়ে।”
ফ্যাটি লিভারকে সাধারণ সমস্যা ভেবে এড়ানো ঠিক নয়। দীর্ঘ সময় অবহেলার ফলে এটি গুরুতর রোগে, এমনকি ক্যান্সারেও পরিণত হতে পারে। লিভারে অতিরিক্ত ফ্যাট জমার ফলে প্রদাহ শুরু হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ফ্যাটি লিভার