আয়ে ২০০০ কোটি ডলারের রেকর্ড গড়ল ওপেনএআই
২০২৫ সালে বার্ষিক আয়ে অভাবনীয় সাফল্য দেখিয়েছে ওপেনএআই। ২০০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নিজস্ব হার্ডওয়্যার ডিভাইস ও উন্নত অটোমেশন প্রযুক্তি আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
রোববার এক ব্লগ পোস্টে ওপেনএআইয়ের প্রধান অর্থ কর্মকর্তা সারাহ ফ্রায়ার বলেছেন, ২০২৫ সালে কোম্পানির বার্ষিক আয় ২০০০ কোটি ডলার ছাড়িয়েছে। ২০২৪ সালে এ আয়ের পরিমাণ ছিল কেবল ৬০০ কোটি ডলার। কম্পিউটিং সক্ষমতা বা প্রসেসিং পাওয়ার বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়েই তাদের এ আয় বেড়েছে।
ফ্রায়ার বলেছেন, ২০২৪ সালে নিজেদের কম্পিউটিং সক্ষমতা ছিল শূন্য দশমিক ছয় গিগাওয়াট, যা ২০২৫ সালে বেড়ে এক দশমিক ৯ গিগাওয়াটে দাঁড়িয়েছে। মাইক্রোসফট সমর্থিত এ কোম্পানিটির সাপ্তাহিক ও দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও প্রতিনিয়ত নতুন রেকর্ড গড়ছে।
গত সপ্তাহে ওপেনএআই বলেছে, এখন যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো শুরু করবে তারা।
এ প্রযুক্তির উন্নয়নের পেছনে যে বিশাল খরচ হয় তা সামাল দিতে ও বাড়তি আয় নিশ্চিতেই কোম্পানিটি এ উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বার্ষিক আয়