বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় চূড়ান্ত প্রতিবেদন
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় হওয়া চুক্তিগুলো পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।
মঙ্গলবার জাতীয় কমিটির পক্ষ থেকে প্রতিবেদনটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খানের কাছে হস্তান্তর করা হয়।
খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রতিবেদনটি বিদ্যুৎ বিভাগের পর্যালোচনার জন্য পাঠানো হবে। সেই পর্যালোচনা শেষে সরকারের নির্দেশ মোতাবেক পরবর্তী করণীয় নির্ধারণ করবে।”
বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই আইনের আওতায় স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অতীতে যেসব চুক্তি হয়েছিল, সেগুলোর কার্যকারিতা, স্বচ্ছতা ও আইনগত দিক পর্যালোচনার লক্ষ্যে জাতীয় কমিটি গঠন করা হয়।
কমিটির চূড়ান্ত প্রতিবেদনের আলোকে এসব চুক্তির বিষয়ে ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।