পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হবে: সিইসি

প্রথম আলো প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ২২:৫২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট পদ্ধতির ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বাংলাদেশের নাম বিশ্বের ইতিহাসে লেখা হবে।


আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন।


অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ওয়ার্ল্ড হিস্ট্রিতে লেখা হয়ে যাবে বাংলাদেশের নাম, কারণ অনেক দেশ এটা (পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ) করতে পারেনি তো। আমাদের আশপাশের দেশ এটা এভাবে সাকসেসফুল করতে পারেনি। আমরা প্রথম বছরে এটা করতে পেরেছি।’


প্রথম বছরে পোস্টাল ব্যালট আয়োজন করে বাংলাদেশ মোটামুটি সফল বলে মনে করেন সিইসি। তিনি দাবি করেন, পৃথিবীর যেসব দেশ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন করেছিল, তাঁদের অভিজ্ঞতা বাংলাদেশের চেয়েও বেশি খারাপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও