করাচির শপিং মলে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ২৩, নিখোঁজ ৩৮

বিডি নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির এক শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৩৮ জন নিখোঁজ রয়েছেন বলে করাচির মেয়র জানিয়েছেন।


পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, মঙ্গলবারও ঘটনাস্থল গুল প্লাজায় উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে। নগরীটির এম এ জিন্না রোডের এই শপিং মলটিতে শনিবার রাতে আগুন লাগে। ২৪ ঘণ্টারও বেশি সময় পর রোববার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


কিন্তু ধোঁয়া বের হতে থাকা আবর্জনা থেকে আবার আগুন ছড়িয়ে পড়া শুরু হলে দমকল বাহিনীকে সোমবার ফের কাজে নামতে হয়। চারতলা এই ভবনটিতে ১২০০ দোকান ছিল। আগুনে ভবনটির একটি অংশ ধসে পড়েছে।


সারা রাত ঘটনাস্থলে অবস্থান করা করাচির মেয়র মুর্তজা ওয়াহাব মঙ্গলবার জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো এখন শপিং মলটির বেসমেন্ট তল্লাশি চালাচ্ছে। করাচির জেলা প্রশাসন, জরুরি সংস্থাগুলো ও করাচি মেট্রোপলিটন কর্পোরেশনের (কেএমসি) যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভবনটির ছাদ পরিষ্কার করতে ভারী মেশিনপত্র আনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও