ভারতের বিপক্ষে হার ভুলে সামনে তাকিয়ে বাংলাদেশের যুবারা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৭

মুঠোয় থাকা ম্যাচ ফসকে গেছে শেষ সময়ে এসে। এমন হারের ক্ষতে প্রলেপ সহজে পড়ে না সাধারণত। তবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের পেসার আল ফাহাদ বলছেন, আত্মবিশ্বাসই তাদের উপশম। যুব বিশ্বকাপের পরের ম্যাচগুলোয় ভালো করার বিশ্বাস তাদের আছে।


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত ১৮ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার বুলাওয়ায়োতে তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।


এই মাঠেই গত শনিবার হৃদয়ভাঙা হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক পর্যায়ে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৩৩ বলে ৪১ রান। উইকেট বাকি ছিল সাতটি। জয় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু অভাবনীয় ধসে ২২ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে বসে তারা।


সেই পরাজয়ের ম্যাচে বাংলাদেশের একটি প্রাপ্তির জায়গা ছিল আল ফাহাদের ৫ উইকেট। দলের পরাজয়ে সেদিন তার ব্যক্তিগত অর্জনের খুশি মিলিয়ে যায়। দ্বিতীয় ম্যাচের আগে বিসিবির ভিডিও বার্তায় এই পেসার শোনালেন তার প্রাপ্তির আনন্দের কথা।


“বোলার হিসেবে যে কোনো ম্যাচেই পাঁচ উইকেট পেতে ভালো লাগে। ভালো করেছি, ভালো লাগছে অনেক। প্রথম ম্যাচেই পাঁচ উইকেট আমাকে অনেক আত্মবিশ্বাস দেবে সামনের ম্যাচগুলির জন্য।”


গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এই দুই ম্যাচে বাংলাদেশ প্রত্যাশিত জয় পাবে বলেই বিশ্বাস ফাহাদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও