অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই

যুগান্তর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১১:১৮

একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত এক রাজনৈতিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠে গেছে। এটাকে ট্র্যাকচ্যুত করতে পারে রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি আইন মেনে চলেন এবং সদাচরণ করেন, তাহলে নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি থাকবে না। তিনি আরও বলেন, রাজনীতিবিদরা উত্তেজনা সৃষ্টি না করলে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। তিনি আরও বলেছেন, সুশাসন নিশ্চিত করা না গেলে জনগণকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবারই আন্দোলনে নামতে হবে।


আলোচনা সভায় তার এ বক্তব্য নানা কারণেই বিশেষ তাৎপর্যপূর্ণ। আসন্ন ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করে তোলার জন্য যেসব আবশ্যিক শর্ত রয়েছে তা কি পূরণ হয়েছে? আর এসব শর্ত সম্পন্ন করার দায়িত্ব কার? আমাদের দেশের রাজনীতিবিদ ও নির্বাচন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা যদি গণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিতে পারতেন এবং জনমতকে শ্রদ্ধা করতেন, তাহলে কি বারবার গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সাধারণ মানুষকে আন্দোলন করতে হতো?


বহু রক্তের বিনিময়ে চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে থাকা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। জনগণ গণতন্ত্রে উত্তরণের আশায় মগ্ন রয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৬ বছর এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ২০০৯ সালে যে মানুষটির বয়স ছিল ১৮ বছর, তিনি অন্তত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ২০১৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে ১৫৩ জন সংসদ-সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবশিষ্ট ১৪৭টি আসনে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে দেওয়া হয়। রাত ১০টা থেকে শুরু করে তিনটার মধ্যে ৮০ শতাংশ ব্যালট পেপারে সিল দিয়ে বাক্সে ভরা হয়। ২০২৪ সালে নির্বাচন ছিল ডামি নির্বাচন। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর নির্বাচনি ইতিহাসে সবচেয়ে জঘন্য নির্বাচন হিসাবে চিহ্নিত হয়ে আছে। বিগত স্বৈরাচারী সরকার যদি ভোট কারচুপির মাধ্যমে জনগণের মতপ্রকাশ ও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না করত, তাহলে তাদের এমন করুণ পরিণতি ভোগ করতে হতো না। একটি স্বাধীন রাষ্ট্র চারটি আবশ্যিক উপকরণের সমন্বয়ে গঠিত হয়। এর মধ্যে রয়েছে (ক) স্বাধীনতা-সার্বভৌমত্ব, (খ) নির্দিষ্ট ভূখণ্ড, (৩) জনসংখ্যা এবং (৪) সরকার। রাষ্ট্রের সবচেয়ে দুর্বল এবং একমাত্র পরিবর্তনশীল উপকরণ হচ্ছে সরকার। জনগণ হচ্ছেন রাষ্ট্রের প্রকৃত মালিক। আর সরকার হচ্ছে জনগণের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আমানতদার মাত্র। কিন্তু সরকার যদি নিজেকে রাষ্ট্রের মালিক ভেবে বসে, তাহলেই সমস্যার সৃষ্টি হয়, যা আমরা বিগত সরকার আমলে প্রত্যক্ষ করেছি। তারা দেশটাকে নিজস্ব সম্পত্তি বলেই মনে করত। তারা ছাড়া কেউ যেন এ রাষ্ট্রের পরিচালকের আসনে বসতে পারবে না। তারা নির্বাচনকে কলঙ্কিত করে চিরদিন রাষ্ট্রক্ষমতায় আসীন থাকার স্বপ্ন দেখত। কিন্তু রাষ্ট্রের মূল মালিক যে জনগণ, তারা যদি কোনো কারণে সরকারের ওপর বিরক্ত হয়, তাহলে তার পরিণতি কী হতে পারে, বিগত সরকার তা ভালোভাবেই টের পেয়েছে। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করবে, তারাও যদি পূর্ববর্তী সরকারের মতো দেশটাকে তাদের নিজস্ব সম্পত্তি বিবেচনা করে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সামান্যতম দ্বিধা বা গাফিলতি করে, তাহলে তাদের পরিণতি পূর্ববর্তী সরকারের চেয়েও করুণ হতে পারে। তাই দেশের বৃহত্তর স্বার্থেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া; যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে।


অন্তর্বর্তী সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, তারা জাতির সংকট মুহূর্তে বিশেষ দায়িত্ব পালনের জন্য ক্ষমতাসীন হয়েছে। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জাতিকে সর্বোতভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিয়ে দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। যদি তারা এ দায়িত্ব পালনে ন্যূনতম ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আর যদি তারা সঠিকভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে, তাহলে ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়েছে। দেড় বছর একটি অনির্বাচিত সরকারের জন্য খুব একটা কম সময় নয়। এখন মূল্যায়ন করার সময়ে এসেছে এ দীর্ঘ সময়ে প্রশ্নাতীত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অনুষ্ঠানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তারা কতটা সক্ষম হয়েছে। নির্বাচনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, তাদের জন্য কি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব হয়েছে? কোনো কোনো রাজনৈতিক দল অভিযোগ করছে, অন্তর্বর্তী সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পরিবর্তে বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত প্রদর্শন করছে। অনেক সময় রাজনৈতিক দলগুলো সরকার এবং নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির জন্যও এ ধরনের অভিযোগ করে থাকে। তবে এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের দেশে অতীতে দেখা গেছে, নির্বাচনে কোনো দলের জয়লাভ করার সম্ভাবনা থাকলে নির্বাচনে অনুষ্ঠানে নিয়োজিত কর্মকর্তারা সেই দলের প্রতি এক ধরনের আনুগত্য প্রদর্শন করে থাকেন। আগামী নির্বাচনে যেন এমন কোনো নজির সৃষ্টি না হয়, সে ব্যাপারে কঠোর দৃষ্টি রাখতে হবে। বিগত সরকার আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমন সরকারি কর্মকর্তাদের প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসাবে দায়িত্ব দেওয়া হতো, যারা প্রশ্নাতীতভাবে সরকারদলীয় সমর্থক হিসাবে পরিচিত। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইচ্ছা করলে নির্বাচনকে বিতর্কিত করে ফেলতে পারেন। আবার সঠিকভাবে দায়িত্ব পালন করলে কারও পক্ষে নির্বাচনে কারচুপি করা সম্ভব হয় না। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণে থেকে তাদের দায়িত্ব পালন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও