শোকজ করলে সবার আগে তারেক রহমানকে করা উচিত: এনসিপি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ২২:৪৫

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শাতে হলে সবার আগে তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে করা উচিত দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, অতি দ্রুত তাদের দুই নেতাকে দেওয়া শোকজ তুলে নিতে হবে।


আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সপ্তাহ তিনেক আগে বিএনপি প্রধানের বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগ আনলেন এনসিপি নেতারা।


সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিফ্রিংয়ে এসে এমন অভিযোগ করেন তারা।


বিফ্রিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন।


এ বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামও কঠোর সমালোচনা করে নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।


বিএনপি চেয়ারম্যানকে কেন কারণ দর্শানোর নোটিস দেওয়া হল না- তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন সারা ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে। ওনার নির্বাচনি এলাকা গুলশান পোস্টারে ভরে গেছে। অথচ আমাদের গণভোটের প্রচারে ছবি ব্যবহার করায় আমাদের শোকজ দেওয়া হল।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও