আয়কর রিটার্ন দাখিল করছেন না? গ্যাস-বিদ্যুতের সংযোগ কাটা পড়তে পারে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ২২:৪১

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় যে সময় বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর, সে সময় শেষ হতে বাকি আর ১২ দিন।


এনবিআর থেকে বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন বা বিবরণী দাখিল না করলে গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটের মত জরুরি পরিষেবা কাটা যেতে পারে। এই ক্ষমতা কর কর্মকর্তাদের আছে।


আয়কর আইনেই কর কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে; ফলে আইন ভঙ্গ হলে তারা যে কোনো পরিষেবা সংযোগ কেটে দিতে পারেন। এছাড়া জরিমানা, অতিরিক্ত কর পরিশোধসহ আরও কিছু মাশুল গুণতে হবে করতাদাকে।


চলতি করবর্ষের জন্য এনবিআর থেকে প্রকাশিত আয়কর নির্দেশিকায় বলা হয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করলে নিম্নবর্ণিত বিষয়াদির মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে।


আইনে যা যা আছে


ধারা ২৬৬ অনুসারে জরিমানা; এই আইনে বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ব্যাতিত রিটার্ন দাখিল না করলে তার (করদাতা) সর্বশেষ নিরূপিত আয়ের ১০ শতাংশ জরিমানা করা যাবে। তবে তা একহাজার টাকার কম হবে না।


এছাড়া রিটার্ন দাখিলের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা ধার্য করতে পারবে সংশ্লিষ্ট উপ কর কমিশনার।


তবে এখানে দুটি শর্ত রয়েছে এমন- আগে যার কর কখনোই নির্ধারণ করা হয়নি, তার জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং আগে কর নির্ধারণ করা হয়েছে, এমন করদাতার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা ১ হাজার টাকার মধ্যে যা অধিক হবে, তাই জরিমানা হিসেবে ধার্য করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও