বিতর্কিত বিষয়ের ভিডিওতেও এখন পুরো অর্থ দেবে ইউটিউব
বিজ্ঞাপন নীতিমালায় পরিবর্তন আনছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এখন থেকে বিতর্কিত বিষয় নিয়ে তৈরি বিভিন্ন ভিডিও থেকেও পুরো অর্থ আয় করা সম্ভব হবে যদি সেইসব বিষয়ে কৃত্রিম নাটকীয়তা বা বীভৎসতা না থাকে।
এসব বিতর্কিত বিষয়ের মধ্যে আত্মক্ষতি, গর্ভপাত, আত্মহত্যা ও পারিবারিক ও যৌন নিপীড়নের মতো বিষয় রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
তবে ইউটিউব বলেছে, শিশু নিপীড়ন বা খাদ্যাভ্যাসজনিত রোগ সম্পর্কিত বিভিন্ন ভিডিও থেকে আগের মতোই পুরো অর্থ আয় করা যাবে না।
এ সপ্তাহের শুরুতে নিজেদের ‘ক্রিয়েটর ইনসাইডার’ চ্যানেলে নতুন এক ভিডিওর মাধ্যমে এ পরিবর্তনের কথা জানিয়েছে ইউটিউব।
প্ল্যাটফর্মটি বলেছে, “আগে কোনো ভিডিওতে কতটা বিস্তারিত বা বীভৎস বর্ণনা রয়েছে তা বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে বড় কোনো বিষয় হিসেবে দেখা হত না, এমনকি নাট্যরূপ দেওয়া ভিডিওর ক্ষেত্রেও এমনটি প্রযোজ্য ছিল। ফলে এ ধরনের ভিডিওতে সাধারণত ‘হলুদ ডলার’ আইকন আসত, যা পূর্ণ আয়ের পথে বাধা হয়ে দাঁড়াত। এ সপ্তাহের আপডেটের মাধ্যমে আমাদের বিভিন্ন নিয়ম আরও শিথিল করা হচ্ছে, যাতে কনটেন্ট নির্মাতারা বিজ্ঞাপন থেকে আরও বেশি আয় করতে পারেন।”