যেখানে মৃতদের কাঁধে তুলে নাচা হয়
পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে-এটি এক চূড়ান্ত সত্য। বিভিন্ন ধর্ম এই সত্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করে। হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন সম্প্রদায় কর্মের ওপর ভিত্তি করে পুনর্জন্মে বিশ্বাস রাখে, আর খ্রিস্টান, মুসলিম ও ইহুদিরা মৃত্যুর পর পরকালে চূড়ান্ত বিচার, পুনরুত্থান এবং স্বর্গে অনন্তজীবনের ধারণা রাখে।
সবার কাছে মৃত্যু মানেই দুঃখ এবং প্রিয়জনকে হারানোর বেদনা। তবুও অবাক করার বিষয় হলো, কিছু সম্প্রদায়ের কাছে মৃত্যু কখনও কখনও একটি উৎসবের বিষয়ও হয়ে দাঁড়ায়। হ্যা, সত্যিই এমন ঘটনা ঘটে। মৃতদেহকে কেন্দ্র করে আফ্রিকায় নানা ধরনের লোকাচার প্রচলিত আছে। তেমনি একটি অনন্য রীতি মাদাগাস্কারের মালাগাসি জনগণের মধ্যে দেখা যায়, যেখানে তারা মৃতদের সাথে নাচ-গান করে মৃত্যুকে স্মরণ ও উদযাপন করে।
মাদাগাস্কারের অদ্ভুত রীতি
মাদাগাস্কারের মালাগাসি জনগণ বিশ্বাস করে, মৃত্যু কেবল শারীরিক অবস্থার পরিবর্তন, আত্মা এখনও পৃথিবীতে ফিরে আসে। এই বিশ্বাসের ভিত্তিতে উদ্ভূত হয়েছে তাদের অনন্য উৎসব ‘ফামাদিহানা’, যা মালাগাসি ভাষায় ‘হাড় ঘুরিয়ে দেওয়া’, ‘মৃতদের সাথে নাচানো’ বা ‘শরীর ঘুরিয়ে দেওয়া’ বোঝায়।
উৎসবে মৃতদের কফিন খোলা হয় এবং পরিবারের সদস্যরা তাদের সঙ্গে নাচ-গান করে আনন্দ উদযাপন করে। বছরের একটি নির্দিষ্ট সময়ে, তারা মাটির নিচ থেকে পরিবারের আত্মীয়দের মৃতদেহ তুলে নিয়ে আসে এবং কাঁধে বা বাহন করে পুরো এলাকা পরিক্রমা করে নাচ-গান করে। তারা বিশ্বাস করে, পারিবারিক কবরস্থানে সমাহিত পূর্বপুরুষরা বিরক্ত হতে পারে। তাই মাঝে মাঝে কফিন খোলা হয়, মৃতদেহগুলোকে কাফনে মুড়িয়ে রাখা হয়।
- ট্যাগ:
- জটিল
- মৃতদেহ
- বিচিত্র রীতিনীতি