কেবল বিনামূল্যে সিনেমা দেখা আর সম্মানীর জন্য আমি যাব না: খিজির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪০

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যপদ থেকে দ্বিতীয়বারের মত পদত্যাগ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা খিজির হায়াত খান।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কোনো ধরণের যোগাযোগ না করেই এবারও বোর্ডের সদস্য হিসেবে তার নাম যুক্ত করা হয়েছে।


চলচ্চিত্রের উন্নয়নে যে ধরনের ভূমিকা রাখতে চান, এখানে তার ‘সুযোগ না থাকায়’ পদত্যাগপত্র পাঠিয়েছেন এই চলচ্চিত্রকার। খিজির আরও বলেছেন, সম্মতি না নিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে তাকে যুক্ত করা ফলে যে ধরনের বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে তাতে তিনি ‘বিব্রতবোধ করছেন’।


খিজির হায়াত খানের পদত্যাগপত্র পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান।


তিনি বলেন, "খিজির হায়াত খান পদত্যাগপত্র পাঠিয়েছেন, সেটি আমি পেয়েছি। এখন এটি মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়াধীন আছে।"


রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সরবোর্ড বিলুপ্ত করে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার। সেই দফায়ও সার্টিফিকেশন বোর্ডে খিজির হায়াত খানকে মনোনীত করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও