গুগল পিক্সেল ১০এ ফেব্রুয়ারিতেই আসতে পারে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৫

গুগলের পরবর্তী বাজেট স্মার্টফোন পিক্সেল ১০এ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য বলছে, ফেব্রুয়ারিতেই ফোনটি বাজারে আনতে পারে গুগল। নকশা ও স্পেসিফিকেশনের দিক থেকে এটি আগের পিক্সেল ৯এ–এর মতোই হতে পারে।


গত বছর গুগল পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করে। তখনই ধারণা করা হচ্ছিল, ২০২৫ সালের শেষ নাগাদ পিক্সেল ১০এ বাজারে আসবে। তবে তা হয়নি। এখন বিভিন্ন লিক ও প্রযুক্তি–বিষয়ক প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য নকশা, প্রসেসর ও দাম সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।


নকশায় বড় পরিবর্তন নয়


ফাঁস হওয়া সিএডি রেন্ডার অনুযায়ী, পিক্সেল ১০এ দেখতে অনেকটাই আগের মডেলের মতো হবে। পেছনে থাকবে সমতল প্লাস্টিক বডি। ক্যামেরার জন্য থাকবে ছোট, ওভাল বা পিল–আকৃতির একটি আইল্যান্ড। সেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে।


বেজেলের দিক থেকেও খুব একটা পরিবর্তন আসছে না। পর্দার চারপাশে তুলনামূলক মোটা বেজেল থাকতে পারে। গুগলের ‘এ’ সিরিজে এটি নতুন কিছু নয়। প্রিমিয়াম পিক্সেল ফোন থেকে বাজেট মডেল আলাদা করতেই এমন নকশা রেখে আসছে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও