কথামালার নির্বাচনি ইশতেহার আর চলবে না
বাংলাদেশ কথামালার রাজনীতির এক অনুপম জনপদ। মুখে যা ইচ্ছা বলে দেওয়ার প্রচলন এখানে সর্বজনবিদিত। এদেশে ‘ওয়াদা’ ও ‘বাস্তবায়ন’ অবস্থান করে দুস্তর ব্যবধানে। বেশির ভাগ রাজনীতিবিদ ওয়াদা বা প্রতিশ্রুতি দেওয়ার সময় ভাবনা-চিন্তা করেন না। পারবেন, নাকি পারবেন না, এ বিবেচনাও তাদের থাকে না। মুখে মুখে তারা ক্ষীরের নদী, দুধের সাগর, মধুর নহর বানিয়ে দিতে পারেন। কাজে-কর্মে-বাস্তবে সেসব ওয়াদা কিংবা প্রতিশ্রুতির ধারে-কাছেও যেতে পারেন না। অতীতের সরকারগুলোর আমলনামা সামনে রেখে ওয়াদা ও বাস্তবায়নের তুলনা করা হলে বিষয়টি স্পষ্ট হবে।
বাংলাদেশের জনগণও নেতাদের মুখ থেকে সুন্দর সুন্দর ওয়াদা শুনতে পছন্দ করেন। নির্বাচন এলে নেতাদের প্রতিশ্রুতি বন্যার পানির মতো প্রবাহিত হয়। যদিও সেগুলো বাস্তায়িত হয়েছে কিনা, সে প্রশ্ন জনগণ করেন না। বিগত দিনগুলো এমন ভাবেই কেটেছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আগের মতো থাকবে বলে মনে হয় না। জুলাই বিপ্লবের পর তথ্যপ্রযুক্তিতে অগ্রসর জেন-জি প্রজন্ম প্রশ্ন করতে শিখে গিয়েছে। তারা নানা ইস্যুতে তর্ক-বিতর্ক করেন। জিজ্ঞাসা ও জবাবদিহিতায় দল ও নেতাদের জর্জরিত করেন। ফলে পরিবর্তিত রাজনীতি সামনে রেখে কথামালার নির্বাচনি ইশতেহার আর চলবে বলে মনে হয় না।
- ট্যাগ:
- মতামত
- নির্বাচনী ইশতেহার
- ইশতেহার