জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।


কোনো কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব, নিরাপত্তা ব্যর্থতা, পোস্টাল ব্যালটে প্রতীকের বিন্যাস ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে ইসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনে গিয়েও অভিযোগ করেছে।


নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় ইসিকে পক্ষপাতিত্বসহ বিভিন্ন অভিযোগ সব সময় মোকাবিলা করতে হয়। ইসির সিদ্ধান্ত কোনো দলের পক্ষে না গেলেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে অতীতে নির্বাচনের দু-এক দিন আগে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এমন অভিযোগ তুললেও এবার তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন অভিযোগ করছে দলগুলো। প্রতিটি অভিযোগের বিষয়ে আইন ও বিধি মেনে ব্যাখ্যা দিলে মানুষের আস্থা বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও