প্রথম মাসেই সরানো হয়েছে ৪৭ লাখ অ্যাকাউন্ট

বণিক বার্তা প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশু ও কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বড় ধরনের প্রভাব দেখা গেছে। প্রথম এক মাসেই দেশটির ই-সেফটি কমিশনারের নির্দেশে বিভিন্ন প্লাটফর্ম সম্মিলিতভাবে প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে। খবর রয়টার্স।


দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশন জানিয়েছে, গত ১০ ডিসেম্বর কার্যকর হওয়া আইন মেনে এসব অ্যাকাউন্ট সরানো হয়েছে।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা বলতে পারি আইনটি কাজ করছে। এটি অস্ট্রেলিয়ার জন্য গর্বের বিষয়। এটি একটি দৃষ্টান্তমূলক আইন, যা এখন বিশ্বের অন্যান্য দেশও অনুসরণ করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও