বিপিসির এলপিজি আমদানির সিদ্ধান্তে সংকট কি কাটবে?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৭
পেট্রোলিয়াম তরল জ্বালানি আমদানি, পরিশোধন ও বাজারজাত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশজুড়ে এলপিজি সংকটের মধ্যে সরকারি প্রতিষ্ঠানটি প্রথমবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির আগ্রহ দেখিয়েছে। চলমান সংকট কাটাতে বিপিসির এ সিদ্ধান্ত নিয়ে কিছুটা দ্বিমত থাকলেও আশা দেখছেন ব্যবসায়ীরা।
বটলিং ও বাজারজাত করার অভিজ্ঞতা থাকলেও অতীতে সরাসরি আমদানি করেনি বিপিসি। ফলে নিজেদের এলপিজি খালাসের জেসি, পাইপলাইন কিংবা স্টোরেজ করার সুবিধা নেই তাদের। ইতোমধ্যে আমদানির অনুমতি চেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে চিঠি দিয়েছে তারা।
বিপিসি বলছে, সরাসরি জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতে এলপিজি আমদানি করে অপারেশনে থাকা ছোট-বড় বটলার প্রতিষ্ঠান দিয়ে বাজারজাতকরণের মাধ্যমে বাজারে সাময়িক সংকট কাটাতে চান তারা।