প্রাপ্তবয়স্কদের ব্রণ হওয়ার কারণ কী? জানুন দূর করার উপায়

যুগান্তর প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭

সাধারণত কিশোর বয়সে ব্রণ দেখা যায়। তবে বর্তমানে প্রাপ্তবয়স্কদের মধ্যেও (২৫–৫০ বছর) ব্রণের সমস্যা বেড়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘অ্যাডাল্ট অ্যাকনি’ নামে পরিচিত। কর্মব্যস্ত জীবন, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং পরিবেশ দূষণ প্রাপ্তবয়স্কদের ব্রণের মূল কারণ।


প্রাপ্তবয়স্কদের ব্রণের ধরন ও ঝুঁকি:


টিনেজদের ব্রণ সাধারণত কপাল ও নাকের টি-জোনে দেখা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে চোয়াল, থুতনি ও গলার আশপাশে বেশি দেখা যায়। হরমোন পরিবর্তনের কারণে নারীরা বেশি ব্রণে ভোগেন। পিরিয়ডের আগে, গর্ভাবস্থা বা মেনোপজে সমস্যা বাড়তে পারে।


পিসিওএস আক্রান্তরা: পলিসিস্টিক ওভারি সিনড্রোমে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে ব্রণ হতে পারে।


মানসিক চাপের মানুষ: স্ট্রেস হরমোন কর্টিসল ত্বকের তেল গ্রন্থি সক্রিয় করে, যা বড় ব্রণ তৈরি করে।


ভুল প্রসাধনী ব্যবহারকারী: তৈলাক্ত ত্বকের মানুষ ভারী মেকআপ বা অনুপযুক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহার করলে ব্রণ হতে পারে।


সতর্ক থাকার লক্ষণ:


মুখে ব্রণের সঙ্গে অনাকাঙ্ক্ষিত লোম, ওজন বৃদ্ধি বা পিরিয়ডের অনিয়ম দেখা দিলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ বা এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। ব্রণ শুধুমাত্র ত্বকের সমস্যা নয়, হরমোনজনিত সমস্যার ইঙ্গিতও দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও