বিশ্বকাপে জিম্বাবুয়ের কোচিং স্টাফে বাংলাদেশের সাবেক বোলিং কোচ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৪২
বাংলাদেশের দায়িত্ব শেষ হওয়ার পর নারী ক্রিকেটেই বেশি কাজ করতে দেখা গেছে কোর্টনি ওয়ালশকে। এবার তাকে দেখা যাবে ছেলেদের বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের সাবেক বোলিং কোচ এই টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করবেন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে।
টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট শিকারি প্রথম বোলার ছিলেন ওয়ালশ। খেলা ছাড়ার পর নানা ভূমিকায় ক্রিকেটে তাকে দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের ছেলেদের জাতীয় দলের নির্বাচক ছিলেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেন কিংবদন্তি এই পেসার।
২০১৯ বিশ্বকাপ দিয়ে তার মেয়াদ শেষ হয়। পরে তিনি ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে জিম্বাবুয়ের মেয়েদের দলের টেকনিক্যাল পরামর্শকের দায়িত্ব পালন করেন।