২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৭

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে অফিসের পরিবেশ খুব প্রতিকূল হতে পারে। মোবাইল কর্মক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করতে পারে। এটাকে বেশি ব্যবহার করবেন না। আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার জন্য সুযোগ পাবেন। সপ্তাহের মাঝদিকে আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমের কারণে ইচ্ছাগুলো পূর্ণ হবে। ভবিষ্যতের পরিকল্পনার জন্য একটি নিখুঁত সময়। সপ্তাহের শেষদিকে অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করার বিষয়টা অপ্রত্যাশিত খরচ বাড়াতে পারে যা আর্থিক চাপ প্রয়োগ করাতে পারে। ফলে মনে চাপ পড়ার আশঙ্কা আছে।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত। তাই মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি সেরা বিকল্প হতে পারে। ধ্যান ও যোগ মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে যাই করুন না কেন, আপনি আদেশকারী অবস্থানে থাকবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় অহংকারকে রাস্তায় আসতে দেবেন না। অধঃস্তনদের বক্তব্য শুনুন। সপ্তাহের শেষদিকে ইচ্ছাশক্তির মাধ্যমে পুরস্কৃত হতে পারেন। কারণ একটি কৌশল পূর্ণ পরিস্থিতির মোকাবিল করবেন। ভ্রমণ বিনোদন এ সময় কর্মসূচীতে থাকবে।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে অফিস থেকে ঘরে আসার সময় সাবধানে গাড়ি চালানো দরকার। না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আর অসুস্থ হতে পারেন। কর্মে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতি। সপ্তাহের মাঝদিকে বিদেশ যাত্রার জন্য হাত ছাড়া হওয়া সুযোগ ফিরে আসতে পারে। এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। যা আপনাকে ভারমুক্ত রাখবে। সপ্তাহের শেষদিকে ব্যাংকিং ক্ষেত্রে পেশাদাররা কোনো সুখবর পেতে পারেন। কাজের জন্য পদোন্নতির সুযোগ আসতে পারে। কর্মজীবনে বিশেষ উচ্চতায় পৌঁছাতে পারেন।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে বিয়ে স্বর্গে তৈরি হয়, সেটা বিবাহিতরা প্রমাণ পাবেন। সময়টি বিবাহিত জীবনের শেষ্ঠ সময় হতে পারে। এ সময় প্রত্যাশার চেয়ে ভালো রং প্রদর্শন করবে। সপ্তাহের মাঝদিকে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। হাঁটার সময় সতর্ক থাকা উচিত। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সপ্তাহের শেষদিকে বয়োজ্যেষ্ঠ কারও সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার। দর্শনের আলোচনায় এ সময় এগিয়ে থাকতে পারেন। আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের আলোচনা হতে পারে।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে অসাবধানতা অসুস্থ করতে পারে। অবাঞ্ছিত চিন্তায় মন ভাসাবেন না। বরং স্থির ও দুশ্চিন্তা মুক্ত থাকুন। যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। দুশ্চিন্তার ভাবনাগুলো আপনার খুশিকে নষ্ট করতে পারে। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। জীবনসঙ্গীর কথায় বিরক্ত হতে পারেন। তবে আপনার জন্য তিনি সত্যি দারুণ কিছু করবেন। সপ্তাহের শেষদিকে শরীর নিয়ে চাপের জন্য কর্মক্ষেত্রে ক্ষতির আশঙ্কা। অতিরিক্ত সাবধানে থাকতে হবে। শরীরে আঘাত লাগার আশঙ্কা আছে। দেহের কোনো অংশে খুব ব্যথা হতে পারে।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরতে গভীরভাবপূর্ণ ভালোবাসার উচ্ছাস অনুভূত হবে। এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না। ভালোবাসার উচ্ছাস আপনার স্বপ্ন ও বাস্তবতা এ সময় মিশে যাবে। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হোন। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। মেজাজের গোলমাল একটি বিতর্ক বোঝাপড়ার দিকে এগোতে পারে। সপ্তাহের শেষদিকে যে কোনো উপায়ে স্বামী/ স্ত্রী/ সঙ্গীকে বিরক্ত করা এড়িয়ে চলুন। বিরক্ত করা প্রায়শই দোষারোপ ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে গড়ায় যা দুজনকেই আবেগের দিক থেকে আঘাত করে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে যদি একাকী বোধ করেন তবে পরিবারের সাহয্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে। আর যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সপ্তাহের মাঝদিকে প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। প্রিয়জন অপরিমেয় সুখ দেবে। আকস্মিক কোনো প্রেমঘটিত চিন্তা চেতনা আপনাকে বিভ্রান্ত করতে পারে। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যগত সমস্যার কারণে আবেগময় অবস্থাকে ওঠানামা করাতে পারে। ফেইসবুকে কারও দেওয়া তথ্যে বিভ্রান্ত হতে পারেন।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আত্মীয়দের সঙ্গে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন। সেই সব আত্মীয়দেরকে কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছে। সপ্তাহের মাঝদিকে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করুন। একজন পুরানো বন্ধুর পরামর্শে ব্যবসায়িকভাবে লাভ অর্জন হতে পারে। বাড়িতে কোনো ভালো খবর আসতে পারে। সপ্তাহের শেষদিকে প্রেম হল অনুভব করার আর আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়ার অনুভূতি। সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে যদি কোনো নতুন ব্যবসায়ে অংশীদারিত্বের কথা বিবেচনা করেন, তবে কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি। নতুন উদ্যোগগুলো লাভজনক হবে আর শুভফল প্রাপ্ত হবেন। সপ্তাহের মাঝদিকে খবর না দিয়েই কোনো আত্মীয় বাড়িতে আসতে পারেন। আর তার আপ্যায়নে মূল্যবান সময় ব্যয় হতে পারে। সপ্তাহের শেষদিকে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে। কারণ জীবনকে গাছের মতো করে তৈরি করেছেন; যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো তাপ সহ্য করে আর অপরকে ছায়া দেয়।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের ‍শুরুতে সাফল্য নিশ্চিতভাবেই আপনার, যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো একে একে করেন। সহায়ক গ্রহগুলো সন্তুষ্ট করার প্রচুর কারণ এনে দেবে। মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। সপ্তাহের মাঝদিকে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলোর সুযোগ নিন। সপ্তাহের শেষদিকে আত্মীয়রা কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারে। পরিস্থিতি আয়ত্তে আনতে মাথা ঠাণ্ডা রাখুন। কোনো হঠকারী সিদ্ধান্তের জন্য অত্যাধিক মূল্য চোকাতে হতে পারে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। খুব একটা লাভজনক সময় নয়। তাই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে। সপ্তাহের মাঝদিকে অসাধারণ প্রচেষ্টা ও পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। তবে বর্তমান মনোভাব বজায় রাখতে কঠিন কাজ করতে হবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ সান্নিধ্য আনবে। সেমিনার ও প্রদর্শনীগুলো নতুন জ্ঞান ও যোগাযোগ সরবরাহ করবে। সপ্তাহের মাঝদিকে অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন, তাই আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তার সামর্থকে বিনষ্ট করবে। সপ্তাহের শেষদিকে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় ও বুদ্ধি অর্পন করেছে, কাজেই এটির সেরা ব্যবহার করুন। বহিরাঙ্গনে খেলাধুলা আকর্ষণ করবে। ধ্যান ও যোগ লাভজনক হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও