সৈকতে ভেসে এল শত বছরের পুরোনো নকশার কয়েক শ জুতা

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩৯

যুক্তরাজ্যের ওয়েলসে একদল স্বেচ্ছাসেবক একটি সৈকত পরিষ্কার করতে গিয়ে কয়েক শ জুতা খুঁজে পেয়েছেন। এগুলো মলিন, ছেঁড়া-ফাটা। অনেকটাই নষ্ট হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে, বহুদিন ধরে সমুদ্রে ভেসে বেড়িয়েছে সেগুলো। নোনা পানিতে ভিজে থেকে হয়েছে জীর্ণ।


সৈকতে জুতা ভেসে আসার ঘটনা নতুন নয়। সৈকত পরিষ্কার করতে গিয়ে হরহামেশাই নষ্ট জুতা খুঁজে পাওয়া যায়। কিন্তু সাউথ ওয়েলসের ওগমোর বিচে খুঁজে পাওয়া জুতাগুলো স্বেচ্ছাসেবকদের ভাবিয়ে তুলেছে। কারণ, জুতাগুলো শত বছর আগের, সেই ভিক্টোরীয় যুগের নকশার। এখন এ নকশার জুতা আর তেমন দেখা যায় না।


যে সংখ্যক জুতা খুঁজে পাওয়া গেছে, সেটাও উল্লেখ করার মতো। গত মাসের একেবারে শেষ কয়েক দিনে স্বেচ্ছাসেবকেরা প্রায় ২০০ জুতা খুঁজে পান।


কোথা থেকে এত পুরোনো এসব জুতা এল, সে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করে যাচ্ছে দ্য বিচ একাডেমি সিআইসি। এটি সাউথ ওয়েলসের একটি শিক্ষাকেন্দ্র।


বিচ একাডেমির প্রতিষ্ঠাতা এমা ল্যামপোর্ট টেলিগ্রাফকে বলেন, ‘আমরা একনজরেই বুঝতে পেরেছিলাম যে এগুলো অনেক পুরোনো। এর আকার স্পষ্টভাবেই পুরোনো ধাঁচের, জুতার তলায় হবনেইল স্পষ্ট দেখা যাচ্ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে