খাওয়ার পর পেটব্যথা যে রোগের ইঙ্গিত
খাওয়ার পরপরই পেটে ব্যথা হচ্ছে—এই উপসর্গকে অনেকেই বদহজম বা গ্যাস ভেবে এড়িয়ে যান। কিন্তু দিনের পর দিন এমন ব্যথা চলতে থাকলে, তার নেপথ্যে গুরুতর কোনো রোগও থাকতে পারে। বিশেষ করে ব্যথার সঙ্গে যদি বমি ভাব বা অস্বস্তি থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসকদের মতে, খাবার খাওয়ার পর নিয়মিত পেটে ব্যথা হওয়া গলব্লাডার বা পিত্তথলিতে পাথর জমার লক্ষণ হতে পারে।
লিভারের নিচে ডান পাশে অবস্থিত ছোট অঙ্গটি হলো পিত্তথলি। লিভারে উৎপন্ন অতিরিক্ত পিত্ত এখানে জমা থাকে। পিত্তে অতিরিক্ত কোলেস্টেরল বা বিলিরুবিন জমলে, কিংবা পিত্তথলি ঠিকভাবে খালি না হলে ধীরে ধীরে পাথর তৈরি হতে পারে। অনিয়মিত খাওয়া-দাওয়া, অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার গ্রহণ এবং অস্বাস্থ্যকর জীবনযাপন এই ঝুঁকি আরও বাড়ায়। পাথর পিত্তরস নিঃসরণে বাধা সৃষ্টি করলে তীব্র ব্যথা দেখা দেয়।
অনেক সময় শুরুতে স্পষ্ট কোনো লক্ষণ ধরা পড়ে না। ফলে অনেকেই বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। চিকিৎসকের মতে, গলব্লাডারে পাথর খুব বিরল রোগ নয়, কিন্তু অবহেলা করলে জটিলতা বাড়তে পারে। তাই পেটে ব্যথাকে হালকাভাবে নেওয়া উচিত নয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- পেটে ব্যথা