ট্রাম্পের পাল্টা শুল্ক উপেক্ষা করে ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল চীনের বাণিজ্য উদ্বৃত্ত

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ও বাণিজ্য নীতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতাও চীনকে দমাতে পারেনি। বিদায়ী বছর তারা রেকর্ড পরিমাণ পণ্য ও সেবা রপ্তানি করেছে, এমনটাই জানিয়েছে দেশটি।


গত বুধবার বেইজিং জানায়, দেশটির ইতিহাসের সর্বোচ্চ ১ দশমিক ১৯ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। অর্থাৎ রপ্তানি ও আমদানির মধ্যে পার্থক্য বা বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা ২০২৪ সালে রেকর্ড ৯৯৩ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে।


গত বছর চীনের মাসিক রপ্তানি উদ্বৃত্ত ৭ বার ১০০ বিলিয়ন ডলারের বেশি ছিল। তার মানে হচ্ছে, ট্রাম্পের পাল্টা শুল্ক সামগ্রিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বাণিজ্যে খুব বেশি পড়েনি। তবে উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য দুর্বল হয়েছে। যদিও দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় রপ্তানি বৃদ্ধির মাধ্যমে সেই ঘাটতি পুষিয়ে নিয়েছে দেশটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও