সফটওয়্যার ও এআই সমন্বয়ে এল ‘অ্যাপল ক্রিয়েটর স্টুডিও’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৪

সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সমন্বয়ে অ্যাপল ক্রিয়েটর স্টুডিও উন্মোচন করেছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল, যা মূলত পেশাদার ক্রিয়েটিভ সফটওয়্যারের নতুন এক সাবস্ক্রিপশন বান্ডেল।


সৃজনশীল কাজের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ব্যক্তি, শিক্ষার্থী ও পেশাদারদের জন্য নিজেদের পেইড সার্ভিস বা সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার এ স্টুডিওটি চালু করেছে অ্যাপল। এর দাম মাসে ১২ দশমিক ৯৯ ডলার ও বছরে ১২৯ ডলার।


সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে অ্যাপল মিউজিক ও আইক্লাউড-এর মতো বিভিন্ন সেবামূলক খাতের ওপর বেশি জোর দিচ্ছে কোম্পানিটি। ফলে আইফোন ও ম্যাকবুকের মতো হার্ডওয়্যারের ধীরগতির বিক্রি পুষিয়ে নেওয়া ও প্রতি মাসে নির্দিষ্ট আয়ের উৎস তৈরি করা কোম্পানিটির জন্য সহজ হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।


কোম্পানির সবচেয়ে পরিচিত কিছু ক্রিয়েটিভ টুলস বা সফটওয়্যারকে একটি সাবস্ক্রিপশনের আওতায় নিয়ে এসেছে অ্যাপল ক্রিয়েটর স্টুডিও। যার মধ্যে রয়েছে ম্যাক ও আইপ্যাডে ব্যবহারযোগ্য ‘ফাইনাল কাট প্রো’, ‘লজিক প্রো’ ও ‘পিক্সেলমেটর প্রো’-এর মতো শক্তিশালী সব সফটওয়্যার।


এ প্যাকেজের আওতায় অ্যাপলের কিনোট, পেইজ ও নাম্বার্স-এ প্রিমিয়াম কনটেন্ট ও এআইচালিত নতুন সব ফিচার যোগ করেছে কোম্পানিটি।


এ ছাড়া, যারা আইডিয়া শেয়ার বা ব্রেইনস্টর্মিংয়ের জন্য ডিজিটাল হোয়াইটবোর্ডিং অ্যাপ ‘ফ্রিফর্ম’ ব্যবহার করেন তাদের জন্য পরে আরও কিছু উন্নত সুবিধা যোগ করবে অ্যাপল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও