ভোটের আগে খুন, বিস্ফোরণ ও সহিংসতা, ‘উদ্বেগ’ কাটবে কবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২৮

নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর নির্বাচনি আচরণবিধি মানা নিয়ে তারা ‘সন্তুষ্ট’। কিন্তু ভোটের আগে খুন, সহিংসতাসহ নানা ঘটনায় তাদের ‘উদ্বেগ’ রয়েছে।


রাজনৈতিক দলের নেতাদের জন্য অস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র দেহরক্ষী দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।


তবে চোরাগোপ্তা হামলা, খুন, ‘মব’ সন্ত্রাস রুখতে আইনশৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা নিচ্ছে, সেই প্রশ্ন এসেছে।


জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো উদ্বেগ নেই। সবকিছু স্বাভাবিক আছে।”


১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর চার সপ্তাহ বাকি।


মনোনয়নপত্র জমার পর বাছাই শেষে এখন আপিল নিষ্পতির ধাপে রয়েছে নির্বাচন কমিশন; অনেকটাই মাঝপথে রয়েছে ভোটের আয়োজন।


২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে।


এক মাস আগে তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ভোটের পরিবেশে শঙ্কা জাগে।


এরপর থেকে অভ্যন্তরীণ কোন্দল, ব্যক্তিকেন্দ্রিক নানা গোলযোগ, সহিংসতা ঘটলেও ‘উদ্বেগ’ কাটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আশায় রয়েছে এএমএম নাসির উদ্দিন কমিশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও