রংপুরে ‘স্পিরিট পানে’ তিন দিনে ৬ জনের মৃত্যু

বিডি নিউজ ২৪ রংপুর জেলা প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:৫৫

রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে অসুস্থ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এ ছাড়া আরও দুজন হাসপাতালে ভর্তি আছেন।


মঙ্গলবার মধ্যরাতে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি আজাদ রহমান।


নিহতরা হলেন- বদরগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক এবং রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার প্রয়াত মোফাজ্জল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম।


এর আগে রোববার মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় এক মাদক কারবারির বাড়িতে কয়েক ব্যক্তি রেকটিফায়েড স্পিরিট পান করেন। এতে বেশ কয়েকজন অসুস্থ হন।


ওই দিন তিনজন মারা যান। তারা হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের প্রয়াত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া এবং রংপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের জাননাত আলি।


এ ছাড়া আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছিলেন। এ ঘটনায় ওই এলাকার জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করা হয়; যাকে মাদক কারবারি বলছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও