ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক চাপালেন ট্রাম্প

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:২২

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।


বিবিসি লিখেছে, এ পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হল, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ টানা তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।


ইরানের সঙ্গে ‘বাণিজ্য করা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না ‍দিয়ে ট্রাম্প সোশাল মিডিয়ায় বলেছেন, এ শুল্ক ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে।


ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এর পরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।


তেহরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এর পরই বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি।


হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার বলেন, বিমান হামলাসহ সামরিক বিকল্পগুলো এখনো বিবেচনায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও