‘স্ত্রীরা স্বামীর জন্য ইমানের অর্ধেক’ কথাটি কি সঠিক?

যুগান্তর প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

মানুষের জীবনে ইমান শুধু মসজিদে সীমাবদ্ধ কোনো বিষয় নয়; বরং ঘরের ভেতর, দাম্পত্য জীবনে, আচরণে ও দায়িত্ববোধে তার প্রকৃত প্রকাশ ঘটে। স্বামী–স্ত্রীর সম্পর্ক যদি হয় রহমত, ভালোবাসা ও সম্মানের বন্ধনে গড়া— তবে সেটিই হয়ে ওঠে ইমানের এক জীবন্ত নিদর্শন। একজন সৎ ও সহযোগী স্ত্রী যেমন একজন পুরুষের দুনিয়া সুন্দর করে তোলে, তেমনি তার আখিরাতের পথও সহজ করে দেয়। তাই তো বলা হয়—স্ত্রী কেবল জীবনসঙ্গী নন, তিনি ইমানের বড় একটি অংশ।


‘আমার স্ত্রী আমার ইমানের অর্ধেক’— অর্থ ও তাৎপর্য


ইমাম শাফি (রহ.) বলতেন— ‘আমার স্ত্রী আমার সবচেয়ে বড় সহচর।’ তিনি তার স্ত্রীকে সবসময় সম্মান করতেন, এমনকি যদি কোনো ভুল হতো, নিজেই ক্ষমা চাইতেন। একবার তিনি বলেন— ‘আমার স্ত্রী আমার ইমানের অর্ধেক।’ (মিন হায়াতি শাফি: সাঈদ বিন আলী আল-কহতানি)


ইমাম শাফি (রহ.) -এর নামে বর্ণিত উক্তিটি মূলত দাম্পত্য জীবনের গুরুত্ব ও ইমানের সঙ্গে তার গভীর সম্পর্ককে বোঝায়। যদিও এটি সরাসরি হাদিস নয়, তবে এর ভাবার্থ কুরআন ও সহিহ হাদিস দ্বারা সমর্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে