ভেনেজুয়েলা অভিযানে যুক্তরাষ্ট্রের ‘রহস্যজনক’ অস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্য
যুগান্তর
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৫৯
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে মার্কিন বাহিনী অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় এক ‘নির্দেশিত শক্তি অস্ত্র’ বা ডাইরেক্টেড এনার্জি ওয়েপন ব্যবহার করেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তারক্ষী।
তার বর্ণনা অনুযায়ী, এই আধুনিক প্রযুক্তির প্রয়োগে মাদুরোর নিরাপত্তারক্ষীরা মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। মার্কিন বাহিনী কোনো প্রাণহানি ছাড়াই শত শত সেনাকে কাবু করতে সক্ষম হয়। সেই নিরাপত্তারক্ষী জানান, অভিযানের শুরুতে হঠাৎ তাদের রাডার ব্যবস্থা অকেজো হয়ে যায় এবং আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন দেখা দেয়। খবর দ্য ওয়াশিংটন পোস্ট-এর।